Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ জানুয়ারি ২০১৮

মাইক্রোবিয়াল ল্যাব হোম

মাইক্রোবিয়াল ল্যাব হোম প্রকল্প জনবল প্রকাশনা যোগাযোগ

প্রকৃতিতে বিদ্যমান অসংখ্য অনুজীব একদিকে যেমন নানা ধরনের রোগ সৃষ্টির মাধ্যমে আমাদের ক্ষতি করতে পারে, অপরদিকে এসব অনুজীব ব্যবহার করে নানাবিধ প্রয়োজনীয় দ্রব্যাদি প্রস্তুত করা সম্ভব। পার্শ্ববর্তী দেশসহ উন্নত বিশ্বের অধিকাংশ দেশে অনুজীব ব্যবহার করে খাদ্যদ্রব্য, বিভিন্ন রোগের প্রতিষেধক যেমন; ইনসুলিন, ভ্যাক্সিন, এনটিবায়োটিক এবং শিল্পে ব্যবহার্য নানাবিধ মূল্যবান দ্রব্যাদি প্রস্তুত করা হচ্ছে। উৎপাদিত এসব মূল্যবান দ্রব্যাদি আমরা আমদানি করে প্রতিনিয়ত ব্যবহার করছি। আমাদের দেশেও অনুজীব ব্যবহার করে প্রয়োজনীয় মূল্যবান দ্রব্যাদির উৎপাদন কৌশল উদ্ভাবনের লক্ষ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজিতে মাইক্রোবিয়াল বায়োটেকনোলজি বিভাগ গড়ে তোলা হয়েছে। বর্তমানে এ বিভাগে বস্ত্র ও চামড়া শিল্পে ব্যবহারের জন্য অনুজীব হতে পরিবেশবান্ধব এনজাইম উৎপাদন কৌশল উদ্ভাবনের লক্ষ্যে গবেষণা কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ বিভাগের গবেষণা শুধুমাত্র আদি অনুজীব এর মধ্যেই সীমাবদ্ধ নেই বরং বিংশ শতাব্দির সবচেয়ে আলোচিত বিষয় জিন প্রকৌশল প্রযুক্তির মাধ্যমে অনুজীবের বংশগত/চারিত্রিক বৈশিষ্ট্য পরিবর্তনের মাধ্যমে অধিক উৎপাদন সক্ষম পরিবর্তিত অনুজীব উদ্ভাবনের মধ্যেও বিস্তৃত।