Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ August ২০২৩

বিজ্ঞান ও প্র্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান মহোদয় গত ১০/০৮/২০২৩ তারিখে মুন্সিগঞ্জের মহিষ, দেশি হাঁস ও ভেড়ার পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্স উন্মোচন করেন।


প্রকাশন তারিখ : 2023-08-13
বাংলাদেশে নিজস্ব সক্ষমতায় প্রথমবারের মতো এনআইবিতে মুন্সিগঞ্জ ক্যাটেল, দেশী প্রজাতির ভেড়া ও হাঁস এর পূর্ণাঙ্গ জেনোম সিকোয়েন্স উন্মোচন এর ঘোষণা করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান
স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে অত্যাধুনিক প্রযুক্তিসমূহ ব্যবহারের কোনো বিকল্প নেই। সেই ধারাবাহিকতায় স্মার্ট ও উন্নত বাংলাদেশ বিনির্মানে মাননীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী, স্থপতি ইয়াফেস ওসমান মহোদয় জীবপ্রযুক্তি বিষয়ে বাংলাদেশের একমাত্র বিশেষায়িত প্রতিষ্ঠান এনআইবিতে “সেন্টার ফর নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং এন্ড এনালাইটিকস’’ এই প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেন। প্রকল্পটির আওতায় মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক ভাইরাস ও ব্যাকটেরিয়াসহ অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জীবসম্পদের জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য একটি স্বয়ংসম্পূর্ণ আধুনিক গবেষণাগার, তথ্য বিশ্লেষণ ও তথ্য সংরক্ষণাগার সুবিধাদি গড়ে তোলার কাজ প্রায় সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে মাননীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান মহোদয় গত ১২ জানুয়ারী ২০২৩ তারিখে এনআইবি’তে উক্ত “সেন্টার ফর নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং এন্ড এনালাইটিকস’’ গবেষণাগারটি উদ্বোধন করেন। উদ্বোধন কালে মাননীয় মন্ত্রী দেশী জাতের তিনটি প্রাণীর (গরু, ভেড়া ও হাঁসের) জেনোম সিকোয়েন্সিং কার্যক্রমের সুচনা করেন।
উক্ত কাজের ধারাবাহিকতায় অদ্য ১০ আগস্ট, ২০২৩ তারিখ মাননীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান মহোদয় ঘোষণা করেন যে, ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি)-র গবেষকগণ দেশী জাতের গরু (মুন্সীগঞ্জ ক্যাটেল/মীরকাদিম গরু), ভেড়া ও হাঁসের পূর্ণাঙ্গ জেনোম সিকোয়েন্স সম্পন্ন করেছে। এছাড়াও তিনি উল্লেখ করেন, এনআইবি’র বিজ্ঞানীরা সফলভাবে দেশীজাতের গরু, ভেড়া ও হাঁসের জেনোম এসেম্বলি এবং বিশ্লেষণ সম্পন্ন করেছেন। সিকোয়েন্সিং থেকে বিশ্লেষণ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি এনআইবি'র নিজস্ব যন্ত্রপাতি এবং বিজ্ঞানীদের দ্বারাই সম্পন্ন হয়েছে, যা বাংলাদেশে জেনোম সিকোয়েন্সিং গবেষণার জন্য একটি মাইলফলক এবং ইনস্টিটিউটে কর্মরত বিজ্ঞানীদের সক্ষমতা বৃদ্ধির একটি প্রকৃষ্ট উদাহরণ। এই অর্জন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে "স্মার্ট বাংলাদেশ" বিনির্মানে গুরুত্বপূর্ণ সহায়ক ভুমিকা পালন করবে। এই ধরনের উন্নত জেনোম বিশ্লেষণ প্রযুক্তি দেশের প্রাণিসম্পদ শিল্পে গবাদি পশুর আরও সুনির্দিষ্ট উপায়ে প্রজনন, মাংস ও দুধের উৎপাদন বৃদ্ধি এবং পুষ্টিমানের উন্নয়নসহ দেশী গরুর জাত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সহায়তা করবে।
উক্ত জেনোম সিকোয়েন্সিং, এসেম্বলি ও বিশ্লেষণ কার্যক্রমটি ড. মো. সলিমুল্লাহ, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং মহাপরিচালক, এনআইবি, এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে সম্পন্ন করা হয়েছে। উক্তগবেষণা দলে যুক্ত ছিলেন জনাব কেশব চন্দ্র দাস, ‘সেন্টার ফর নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং এন্ড এনালাইটিকস’ এর প্রকল্প পরিচালক এবং সিএসও (চ:দা); ড. নুসরাত জাহান, পিএসও (চ:দা); ড. আঞ্জুমান আরা ভূইয়া, এসএসও; ড. ইউএস মাহজাবিন আমিন, এসএসও; জনাব মো: হাদিসুর রহমান, এসও; জনাব মোহাম্মদ উজ্জ্বল হোসেন, এসও; জনাব ইসতিয়াক আহমেদ, এসও; জনাব তামিম আহসান, এসও; জনাব জিশান মাহমুদ চৌধুরী, এসও; জনাব অরিত্র ভট্টাচার্য্য, এসও; এনআইবি।