Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ ডিসেম্বর ২০২২

মহান বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি) তে ৩ দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।


প্রকাশন তারিখ : 2022-12-18

মহান বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি) তে ৩ দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১৯৭১ সালের ৭ মার্চ তারিখের ভাষণ প্রচার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জীবনী নির্ভর ভিডিও চিত্র প্রদর্শন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান মহোদয় রচিত সঙ্গীত পরিবেশন, বীর মুক্তিযোদ্ধার বয়ানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ও পোস্টার প্রদর্শনী, ক্রীড়া প্রতিযোগিতা, শিশু-কিশোরদের জন্য মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কর্মকর্তা-কর্মচারীদের প্রীতি ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট,  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি ১১ নং সেক্টরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা জনাব মো. শামসুল আলম মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন অপারেশনের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি হতে বীর মুক্তিযোদ্ধা জনাব মো. শামসুল আলম কে সম্মাননা প্রদান করা হয়।

 

এর আগে সূর্যোদয়ের সাথে সাথে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়। এনআইবি’র সকল স্তরের কর্মচারীবৃন্দ এবং তাঁদের পরিবারবর্গের স্বত্ব:স্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে দিবসটি উদযাপিত হয়।