জাতির সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের মহান আত্মত্যাগের স্মরণে ন্যাশনাল ইনস্টিটিউট অব বয়োটেকনোলজি (এনআইবি)’তে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২২ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনায় অংশ নিয়ে বক্তারা জাতির সূর্য সন্তান শহীদ বৃদ্ধিজীবীদের জীবনী, কর্ম ও দেশের জন্য আত্মত্যাগের মহান দৃষ্টান্ত গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। একইসাথে দেশবিরোধী শক্তির ব্যাপারে সজাগ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআইবি’র মহাপরিচালক ড. মো. সলিমুল্লাহ ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. জাহাঙ্গীর আলম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক, জাতীয় জীন ব্যাংক স্থাপন প্রকল্প, এনআইবি এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু হাশেম, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, মাইক্রোবিয়াল বায়োটেকনোলজি বিভাগ, এনআইবি । দোয়া মাহফিল পরিচালনা করেন জনাব মোঃ মাহমুদ হাসান, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, ফিশারিজ বায়োটেকনোলজি বিভাগ, এনআইবি।