Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ জানুয়ারি ২০২৩

ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি) তে 'সেন্টার ফর নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং এন্ড এনালাইটিকস স্থাপন' শীর্ষক উন্নয়ন প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত ‘নেক্সড জেনারেশন সিকোয়েন্সিং গবেষণাগার’ উদ্বোধন


প্রকাশন তারিখ : 2023-01-12

ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি) তে 'সেন্টার ফর নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং এন্ড এনালাইটিকস স্থাপন' শীর্ষক উন্নয়ন প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত ‘নেক্সড জেনারেশন সিকোয়েন্সিং গবেষণাগার’ উদ্বোধন সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ তথা বিশ্ববাসীকে অবহিত করার অংশ হিসাবে গত ১২ জানুয়ারি ২০২৩ তারিখ বৃহস্পতিবার সকাল ১০.৩০ ঘটিকায় মাননীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান মহোদয়ের উপস্থিতিতে এবং এনআইবি’র মহাপরিচালক ড. মো. সলিমুল্লাহ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাননীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান মহোদয় উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে জিনোম গবেষণার উপর জোর দেন। তিনি উল্লেখ করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় দেশরত্ন শেখ হাসিনার প্রত্যক্ষ দিকনির্দেশনায় সর্বাধুনিক গবেষণাগার তৈরির পাশাপাশি গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করেছে। স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে এনআইবির তরুণ এবং দক্ষ বিজ্ঞানীগণ সচেষ্ট ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এনআইবি'র মহাপরিচালক আলোচনা সভায় উল্লেখ করেন, মানুষ, উদ্ভিদ-প্রাণী তথা অণুজীবের সম্পূর্ণ জিনোম সিকোয়েন্স, সম্পূর্ণ এক্সোম সিকোয়েন্স কিংবা টার্গেটেড প্যানেলভিত্তিক সিকোয়েন্সিং এর মাধ্যমে নতুন প্রজাতি উদ্ভাবন, প্রজাতিতে দরকারি বৈশিষ্ট্যের সংযোজন ও উন্নয়ন, মানুষের প্রচলিত ও বিরল রোগ নির্ণয়, নতুন ঔষধ, ভ্যাক্সিন ও থেরাপিউটিক উদ্ভাবন ও উন্নয়ন প্রভৃতি কাজে নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং হালের অন্যতম সর্বাধুনিক প্রযুক্তি হিসাবে আধুনিক ও উন্নত গবেষণাগারগুলোতে ব্যবহৃত হচ্ছে। ভিশন, ২০৪১ বাস্তবায়নের মধ্য দিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সক্রিয় ভূমিকা রাখতেই এনআইবি’তে ''সেন্টার ফর নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং এন্ড এনালাইটিকস'' প্রতিষ্ঠা।

এনআইবি’র আওতায় বাস্তবায়নাধীন 'সেন্টার ফর নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং এন্ড এনালাইটিকস স্থাপন' শীর্ষক উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব কেশব চন্দ্র দাস, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান, মলিকুলার বায়োটেকনোলজি বিভাগ, এনআইবি।

 আলোচনা সভার পরে মাননীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী নেক্সড জেনারেশন সিকোয়েন্সিং গবেষণাগারটি উদ্বোধন করেন ও এই গবেষণাগারের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। পূর্ণাঙ্গ জীবন রহস্য উন্মোচনের লক্ষ্যে তিনি মুন্সীগঞ্জের গরু, দেশী হাঁস ও দেশী ভেড়ার স্যাম্পল দিয়ে উদ্বোধনের দিনই গবেষণা কাজ নিজের হাতে শুরু করেন তিনি।